প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারছে না দুই শিক্ষার্থী
প্রবেশপত্র না পাওয়ায় শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষা দিতে পারছে না চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের দুই শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বুধবার রাত ৯টা পর্যন্ত চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে অবস্থান করেন।
জানা গেছে, চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৭৪ জন শিক্ষার্থী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে ফরম পূরণ করেন। গত ১৫ জুন ১৭২ জনের প্রবেশপত্র প্রতিষ্ঠানে পৌঁছালেও বিজ্ঞান বিভাগের মো. হাসানুজ্জামান ও বাণিজ্য বিভাগের ইকবাল হোসেন রিজভীর প্রবেশপত্র আসেনি। বিষয়টি জানার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু বুধবার রাত পর্যন্ত প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
শিক্ষার্থী ইকবাল হোসেন রিজভীর বলেন, নির্বাচনী পরীক্ষা দিয়ে, ফি জমা দিয়ে ফরম ফিলাপ করেছি। দিনরাত লেখাপড়া করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। সহপাঠীরা যখন লেখাপড়ার জন্য টেবিলে, তখন আমরা প্রবেশপত্রের জন্য কলেজে অবস্থান করছি। কিন্তু প্রবেশ পত্র না পাওয়ায় এবার পরীক্ষা দিতে পারছি না। আমার স্বপ্ন শেষ হয়ে গেছে। এছাড়া বিজ্ঞান বিভাগের মো. হাসানুজ্জামান ও প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারছে না। শিক্ষকদের ভুলের জন্য আজ আমাদের এই অবস্থা হয়েছে।
চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের ভুলের কারণে ওই সমস্যার সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে ফি জমা হলেও দুই শিক্ষার্থীর অনলাইন ফরমপূরণ বোর্ডে খুঁজে পাওয়া যায়নি। বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের জন্য যোগাযোগ করেছি। কিন্তু ১৯ তারিখ পর্যন্ত সময়সীমা থাকায় সেটি আর সমাধান করা যায়নি।





