আবারো আমেরিকার আরকানসাস নদীর উপর নির্মিত ইউএস-৫৯ সেতুতে আঘাত করেছে একটি মার্কিন মালবাহী জাহাজ। এ ঘটনার পর ওকলাহোমা স্টেট পেট্রোল কর্তৃপক্ষ সেতুর সঙ্গে যুক্ত হাইওয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।
সম্প্রতি বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনকে ভিন্ন পথে চলাচলের অনুরোধ করেছে। সেতু পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
কী কারণে জাহাজটি সেতুতে আঘাত করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সামজিক মাধ্যম এক্স পেইজে প্রচারিত ভিডিওতে দেখা যায়, জাহাজের আঘাতে সেতুর সাপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গত ২৬ মার্চ মধ্যরাতে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের প্যাটাপসকো নদীতে ফ্রান্সিস স্কট কি ব্রিজ নামের সেতুর কলামে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘দালি’ নামের একটি পণ্যবাহী জাহাজের ধাক্কা লাগে। জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে পড়ে সেতুটি। এ ঘটানায় অন্তত ছয়জন নিহত হন বলে জানা গেছে।