মারা গেছেন দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয়কান্ত। তার বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে মারা যান তিনি। খবর ইন্ডিয়া টুডের।
জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিজয়কান্ত। তার চিকিৎসা চলছিল। পরে নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ‘ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাকে। শেষে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভক্তদের কাছে ‘ক্যাপ্টেন’ নামে পরিচিত ছিলেন বিজয়কান্ত।
এর আগে গত নভেম্বরেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা। সেইবার সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। কিন্তু এবার কোভিড ও নিউমোনিয়ার কাছে হেরে গেলেন তিনি।
উল্লেখ্য, শুধু সিনেমার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন বিজয়কান্ত।