চলে গেলেন মাদার ইন্ডিয়া খ্যাত অভিনেতা সাজিদ খান। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে থামল সেই লড়াই। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭০ বছর।
শুক্রবার (২২ ডিসেম্বর) অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে তার ছেলে সমীর পিটিআইকে জানান ‘বেশ কয়েক বছর ধরে উনি ক্যানসারে ভুগছিলেন’।
তার ছেলে সমীর আরও জানান যে, ‘ আমার বাবাকে রাজকুমার পিতম্বর রানা এবং সুনীতা পিতম্বর দত্তক নিয়েছিলেন। উনি বেশ কয়েক বছর ধরে সিনে জগতে আর কাজ করছিলেন না। মাঝে মধ্যে কেরলে আসতেন। তারপর এখানেই সেটেল করে যান।’
সাজিদ খানকে মেহবুব খানের মাদার ইন্ডিয়া ছবিতে সুনীল দত্তের ছোটবেলার ভূমিকায় দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে তিনি মায়া, দ্য সিঙ্গিং ফিলিপিনা ছবির মাধ্যমে খ্যাতি পান।