হলিউডের কিংবদন্তী অভিনেতা রায়ান ও’নিল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। শুক্রবার (০৮ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেসে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার ছেলে প্যাট্রিক, যা প্রকাশ্যে আসে শনিবার।
হলিউড রিপোর্টার জানিয়েছে, রায়ান ২০০১ সালে ক্রনিক লিউকেমিয়া এবং ২০১২ সালে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সত্তরের দশকে ‘লাভ স্টোরি’, ‘পেপার মুন’, ‘হোয়াটস আপ, ডক?’, ‘ব্যারি লিন্ডন’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি তারকাখ্যাতি পান।
এছাড়া টিভিতেও স্মরণীয় সব কাজ করেছেন রায়ান। ইনস্টাগ্রামে তার ছেলে প্যাট্রিক লিখেছেন, ‘মানুষ হিসেবে আমার বাবা উদার ছিলেন। তিনি মানুষকে হাসাতে ভালোবাসতেন।’ রায়ানের চার সন্তান। ব্যক্তিজীবনে তিনি দুবার বিয়ে করেছিলেন। ১৯৪১ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন তিনি।