গেল কয়েক মাস ধরে ঢাকাই ইন্ডাস্ট্রিতে জায়েদ খান এক আলোচিত নাম। অভিনয় দিয়ে কখনো আলোচনায় না আসতে পারলেও ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা ও কাণ্ডে সাম্প্রতিক সময়ে প্রায়ই হন খবরের শিরোনাম। মাঝেমাঝে কটাক্ষের মুখেও পড়তে হয় তাকে। তবে তিনি তা তোয়াক্কা করেন না।
তাকে যেকোনো বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সেটিতে নারাজ হন না, বরং বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে আলোচনায় চলে আসেন।
সম্প্রতি এক আড্ডায় জায়েদ খান জানান, মেয়েরা রাতে জায়েদ খানের ছবি নিয়ে ঘুমালে তাদের বাচ্চা সুন্দর হবে!
উপস্থাপিকা জায়েদ খানকে প্রশ্ন করেন, শুনেছি, অনেক বিবাহিত নারীরা রাতে ঘুমানোর আগে আপনার ছবি দেখে ঘুমাতে যায়, যেন বাচ্চা হওয়ার পর আপনার মতো কিউট হয়। প্রশ্ন শেষ হবার আগেই জায়েদ বলে উঠেন, ‘ভাগ্যিস, ছবি নিয়ে ঘুমায়। আমাকে নিয়ে ঘুমালে কি হতো!’ এরপর তিনি বলেন, ‘এটা ঠিক। আমার ছবি নিয়ে ঘুমালে বাচ্চা সুন্দর হবার সম্ভাবনা বেশি।’
এসময় জায়েদ আরও বলেন, ‘সবার সন্তান যেন আমার মতো হয়। আমার ছবি ঘরে ঘরে থাকুক, জুনিয়র জায়েদ খান।’