এক সপ্তাহ আগে থেকেই টলিপাড়ায় সাজ সাজ রব। বিয়ে করছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ৭ ডিসেম্বর পরিকল্পনা অনুযায়ী মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা। বিয়েতে হলো না কন্যাদান।
বিয়েতে তার পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন অভিষেক রায়। বিয়েতে ফুশিয়া রঙের বেনারসিতেই দেখা গেল নায়িকাকে। পাশে ছিলেন তার প্রিয় বান্ধবীরা। গায়ে হলুদের সকালে একেবারে সাদামাঠা সাজে ফ্রেমবন্দি হন অভিনেত্রী।
এক দিনেই বিয়ে এবং রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়ে হলুদের সকালে। বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিয়েতে এসেছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা গেল আমন্ত্রিতদের তালিকায়।
উল্লেখ্য, সৌম্যর সঙ্গে বেশ কয়েক বছরের প্রেম নায়িকার। প্রথমের দিকে সম্পর্ককে আড়ালে রাখলেও পরবর্তীকালে নিজের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি তারা। আগে নায়িকাকে পর্দায় দক্ষ হাতে সংসার সামলাতে দেখেছেন দর্শক। বাস্তবে তিনি কতটা সংসারী, সেটাই দেখার।