‘অপয়ার’ পরে এবার মোদিকে ‘পকেটমারের সঙ্গে তুলনা রাহুলের
আহমেদাবাদে ভারত অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ম্যাচ হারার পরে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে অপয়া বলেছিলেন। আর এদিন রাজস্থানের ধোলপুরের রাজাখেদার জনসভা থেকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে পকেটমারের সঙ্গে তুলনা করলেন। তিনি বলেন, এরা দলে দলে আসে।
নির্বাচনী সমাবেশে রাহুল বলেন, পকেটমারির সময় তিনজনের দল থাকে। এরা কখনও একা আসে না। প্রথম ব্যক্তি অপ্রচলিত কিছু বলে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারপর দ্বিতীয় ব্যক্তি পকেট মারে। আর তৃতীয় জন সবকিছুর ওপরে নজর রাখে। তৃতীয় ব্যক্তি বিশেষভাবে দেখে, যার পকেট মারা হচ্ছে , তিনি প্রতিরোধ করছেন কিনা। যদি সে প্রতিরোধ করে, তাহলে তৃতীয় ব্যক্তি আক্রমণ করে এবং ভিক্টিমকে হুমকি দেয়।
এরপরেই রাহুল গান্ধী বলেন, যিনি বিভ্রান্ত করার চেষ্টা করেন, তিনি হলেন নরেন্দ্র মোদী। যিনি পকেটমারের তিনি হলেন আদানি আর যিনি পর্যবেক্ষণ করেন, তিনি হলেন অমিত শাহ। প্রসঙ্গত রাহুল গান্ধী বারে বারে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ব্যবয়াসী গৌতম আদানির জন্য কাজ করার অভিযোগ করেছেন। পাশাপাশি একটি আদানি ও একটি দরিদ্রদের জন্য দুই হিন্দুস্তান তৈরির অভিযোগও করেছেন।
এই বছরের মার্চে ২০১৯-এর মানহানির মামলায় রাহুল গান্ধীকে লোকসভার সদস্যপদে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল। এক নির্বাচনী সমাবেশে রাহুল বলেছিলেন, সব চোরের উপাধি কেন মোদী হয়? বিজেপির তরফে এর তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল। যাঁদের উপাধি মোদী এবং যাঁরা এই বর্ণের সঙ্গে যুক্ত তাঁদের সবার জন্য অপমানের বলে জানিয়েছিল বিজেপি।
যদিও পরবর্তী সময়ে রাহুল গান্ধীর অযোগ্যতা প্রত্যাহার করে নেওয়া হয় এবং এই বছরের অগাস্টে সুপ্রিম কোর্টে রায়ে স্বস্তি পান রাহুল গান্ধী। তাঁকে ফের ওয়ানাডের সাংসদ হিসেবে পুনর্বহাল করা হয়।
রাজস্থানের বালোত্রার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পানৌতি অর্থাৎ অপয়া বলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি বলেছে, বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতার বিরুদ্ধে এই ধরনের বিবৃতি দেওয়া খারাপ বুদ্ধির পরিচায়ক। মধ্যপ্রদেশের বিজেপি প্রধান ভিডি শর্মা বলেছেন, রাহুল গান্ধী পানৌতি শব্দ ব্যবহার করে দেশের ১৩০ কোটি মানুষকে অপমান করেছেন।