ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল দিয়ে গতকাল পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ২৪১ রানের টার্গেট তাড়ায় ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা নিশ্চিত করে অস্ট্রেলিয়া। একদিনের ক্রিকেট বিশ্বকাপে আরও একবার স্বপ্নভঙ্গ হল ভারতীয় ক্রিকেট দলের। ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে হেরে গেল। এই ম্যাচে রোহিত শর্মার দল প্রথমে ব্যাট করে ২৪০ রান তুলেছিল। কিন্তু, জবাবে টিম অস্ট্রেলিয়া শুরুটা খারাপ করলেও একা ট্রাভিস হেড ম্যাচটা বের করে নিয়ে যান। তার শতরানের হাত ধরেই ক্যাঙারুরা এই ম্যাচে জয়লাভ করে।
এবারের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচ হারতে না হারতেই ১৩০ কোটি দেশবাসীর হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। টানা ১০ ম্যাচ জিতেও থেমে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের বিজয়রথ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটা জিততে পারলেই তৃতীয়বার ক্রিকেট বিশ্ব জয় করতে পারত টিম ইন্ডিয়া। হারলেও ভারতীয় ক্রিকেট দল এবারের বিশ্বকাপ থেকে কোটি কোটি টাকা উপার্জন করল।
বিশ্বকাপজয়ী দলকে এবার আইসিসি আর্থিক পুরস্কার হিসাবে দিয়েছে ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ কোটি ৩২ লাখ টাকা। এছাড়া ৬০ সেন্টিমিটার উচ্চতার যে ট্রফিটি দেয়া হয়েছে চ্যাম্পিয়ন দলকে, তার ওজন ১১ কেজি। ট্রফিতে একটি গ্লোব রয়েছে, যা ক্রিকেট বলের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া ট্রফিতে তিনটি করে ৯টি কলাম রয়েছে। এই কলামগুলো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করে। ট্রফিটির ডিজাইন করেন ব্রিটিশ পল মার্সডেন। আর রানার্সআপ দল পেয়েছে ২০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকা।
সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুই দলও পাবে অর্থ পুরস্কার। শেষ চারে হার মানা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পাচ্ছে আট লাখ ডলার করে (প্রায় ১০ কোটি টাকা)। বাংলাদেশসহ আরও যারা ব্যর্থ হয়েছে, তাদের জন্যও আছে অর্থ পুরস্কার। প্রথম পর্ব থেকে বিদায় নেয়া প্রতিটি দল পাচ্ছে ১ লাখ ডলার করে।