‘তৃণমূল বিএনপি’ হবে প্রধান বিরোধী দল
তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, শক্তিশালী জোট গঠন করে নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন করব। আর যদি নাও পারি, তবে আগামীতে দেশের প্রধান বিরোধী দল হবো আমরা ।
তিনি বলেন, মনোনয়ন ফরম বিতরণে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা জোটবদ্ধভাবে ৩০০ আসনেই নির্বাচন করব, অনেক দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে।
রোববার (১৯ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তৈমূর আলম খন্দকার বলেন, সাবেক সংসদ সদস্য, মেয়র, বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তৃণমূল বিএনপির ফরম সংগ্রহ করেছেন। তারা মনে করে, তৃণমূল বিএনপির সঙ্গে জনগণের ব্যাপক সাড়া আছে, নির্বাচনে ভালো করবে।
প্রথম দিনে তৃণমূল বিএনপি থেকে মোট ৩৭ জন মনোনয়ন ফরম কিনেছেন জানিয়েছেন তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ। তিনি বলেন, আজ (১৮ নভেম্বর) প্রথম দিন মোট ৩৭ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। আগামী সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। পরে ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।
শসমের মুবিন ও তৈমুর আলম ছাড়াও মনোনয়ন ফরম বিক্রি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কেএ জাহাঙ্গীর মাজমাদার, সিনিয়র ভাইস চেয়ারপারসন ডা. শেখ হাবিবুর রহমান, ভাইস চেয়ারপারসন সালাম মাহমুদ প্রমুখ।





