পাকিস্তানের জাতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পেসার ওয়াহাব রিয়াজকে। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে নিয়োগ দেয়।
প্রধান নির্বাচক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ। যেটা অস্ট্রেলিয়ায় ১৪ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। এরপর পাকিস্তান ১২ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
প্রধান নির্বাচক হয়ে রিয়াজ বলেন, ‘জাতীয় পুরুষ দলের নির্বাচক কমিটির প্রধান হতে পেরে আমি সম্মানিত এবং এই দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের প্রতি কৃতজ্ঞতা জানাই। ক্রিকেট সংক্রান্ত বিষয়ে প্রাক্তন খেলোয়াড়দের সম্পৃক্ত করার সিদ্ধান্ত প্রশংসনীয় এবং আমি পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে ইচ্ছুক।’
২০০৮ সালে পাকিস্তান দলে অভিষেক হয়েছিল রিয়াজের। সেই থেকে অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি খেলেন। তিন ফরম্যাটে উইকেট নেন ২৩৭টি। আর রান করেন ১২০০।
বিশ্বকাপের মঞ্চে তিনি পাকিস্তানের দ্বিতীয় সেরা ও সফল বোলার। তিন বিশ্বকাপে তিনি বল হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ উইকেট নেন।