চলমান অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে এবার ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, ঢাকা ও ঢাকার আশপাশের এলাকার গার্মেন্টসের নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকার আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গি, গাজীপুর, কোনাবাড়ি এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।
এদিকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে টানা কয়েকদিন ধরেই বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। বুধবার (১ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি মালবাহী ট্রাক ও পিকআপে আগুন দেয় আন্দোলনকারী শ্রমিকরা। এসময় বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। এছাড়াও মঙ্গলবার সাভারের আশুলিয়ায়ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সেখানেও বিক্ষোভ করলে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কের পাশের কয়েকটি দোকানপাট ও ব্যাংকের এটিএম বুথে ভাঙচুর চালায়। সড়কের মধ্যে টায়ারে আগুন জ্বালিয়েও বিক্ষোভ করতে দেখা যায় শ্রমিকদের।





