ভক্তদের মুখে হাসি ফেরাতে চান সাকিব
মিরপুরে অনুশীলন করতে এসে দুয়ো শুনেছেন সাকিব আল হাসান। ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে আউট হয়ে ফেরার সময় তাকে দুয়ো দিয়েছেন ভক্তরা। ওই ভক্তদের মুখে হাসি ফেরাতে চান সাকিব আল হাসান। সেজন্য শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা করছেন তিনি।
বাংলাদেশ মঙ্গলবার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে। ২০৪ রানে অলআউট হওয়ার পর ১০৫ বল থাকতে বড় ওই হারের পর সম্প্রচার মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেছেন, ‘যেখানেই আমরা খেলতে গেছি, ভক্তরা আমাদের সমর্থন করেছেন। তাদের কিছু ফেরত দেওয়া উচিত, যাতে তাদের মুখে হাসি ফেরে।’
বাংলাদেশ আসরের বাকি দুই ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে উল্লেখ করে সাকিব বলেছেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে। দলগতভাবে পারফর্ম করতে হবে, যেটা হচ্ছে না। দুই ম্যাচ বাকি আছে, আশা করছি ঘুরে দাঁড়াতে পারবো।’
হারের পেছনে ব্যাটিংকেই দায়ী করেছেন সাকিব। জানিয়েছেন যে- দুইশ’ রানের পরই অলআউট হওয়ার মতো উইকেট এটা নয়। ছোট ছোট জুটি হলেও তা যথেষ্ট ছিল না বলেও মন্তব্য করেছেন সাকিব। ব্যাটে-বলে ভালো করায় পাকিস্তানকে কৃতিত্ব দিয়েছেন তিনি।