কঙ্গনার সংসারে নতুন অতিথি আসায় মিষ্টি বিতরণ
বলিউড তারকা কঙ্গনা রানাউত। যাকে ঠোঁটকাটা হিসেবে সবাই জানে। তিনি কখন কাকে কী বলে বসেন তার ঠিক নেই। তার ব্যক্তিগত জীবন খোলা বইয়ের মতো।
কঙ্গনা এখনো ‘সিঙ্গেল’। তবে বলিউডে আসার পর একাধিক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর তাদের মধ্যে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তার প্রেম ছিল অনেকটা মাখো মাখো।
এবার নবরাত্রির আবহে বেশ কিছু কাজ হাতে নিয়ে মুম্বাই এলেন অভিনেত্রী। বিমানবন্দরে নেমে হাসিমুখে ধরা দিলেন কঙ্গনা। সঙ্গে এনেছিলেন মিষ্টির বাক্স। বিমানবন্দরে উপস্থিত আলোকচিত্রীদের নিজে হাতে মিষ্টির বাক্স বিলি করলেন অভিনেত্রী।
জানা গেছে, শুক্রবার কঙ্গনা ফুফু হয়েছেন। তার ভাই অক্ষত রানাউতের স্ত্রী রীতুর কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। ভাইপোর জন্মের দিন হাসপাতাল থেকেই ছবি দিয়েছিলেন তিনি। তার জন্যই এত আয়োজন। ফুফু হওয়ার আনন্দে মিষ্টিমুখ করাচ্ছেন তিনি।
ভাইপোর ছবি দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের সংসারে নতুন এক সদস্যের আগমন ঘটেছে। এই খুদে আমাদের জীবনের ঔজ্বল্য বাড়িয়ে দিয়েছে। ওর নাম দিয়েছি অশ্বথামা। ওকে আপনারা সবাই আশীর্বাদ করবেন।’