সিলেট রিপনের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা; গ্রেফতারী পরোয়ানা জারি
সিলেটে মহানগরীর ঝর্নারপাড় ৪৭/বি আবাসিক এলাকার জুলহাস এর ছেলে রিপন আহমদ (৩০) নামে গত ৭/৮/২০২৩ইং তারিখে ৪,৪০,০০০/- টাকার একটি চেক ডিজঅনার মামলা দায়ের করেন আয়কর আইনজীবী মোঃ কামাল আহমদ। মামলা নং-৯৮৩/২৩
আসামীর নামে বিজ্ঞ আদালত গত ১২ অক্টোবর একটি সমন জারি করে। কিন্তু তাতে তিনি কর্ণপাত করেনি বিধায় রবিবার (২২ অক্টোবর) তাঁর নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে বিজ্ঞ আদালত। প্রসেস নং-৮৩৩।
বাদীর অভিযোগ আসামী সে একজন প্রতারক, অসৎ পরধনলোভী, আইন অমান্যকারী ও বিশ্বাস ভঙ্গকারী লোক। সে বিভিন্ন সময়ে বাদীর নিকট থেকে সাক্ষী যথাক্রমে- ১ শামীম আহমদ, পিতা-মাসুদ বক্স, ঠিকানা-২২১, নবারুন, সোনারপাড়া, সিলেট। ২ প্রফুল্ল রঞ্জন দাস, পিতা-গোপেশ রঞ্জন দাস, ঠিকানা-নবপুস্প-৫৭, যতরপুর, সিলেট। ও (৩) মোস্তাক আহমদ চৌধুরী, পিতা-মরহুম মহিউদ্দিন চৌধুরী, ঠিকানা-শরীফনগর, লতিপুর, ওসমানীনগর, সিলেট এর সম্মুখে ফেরত দেয়ার শর্তে লোন হিসেবে ৪,৪০,০০০/- টাকা নেয়। এর বিপরীতে আসামী রিপন বাদী কামাল আহমদকে ডাচ বাংলা ব্যাংকের ৩টি চেক প্রদান করে।
চেকের তারিখ যথাক্রমে-০৪-০৫-২০২৩ইং, ১৫-০৫-২০২৩ইং ও ৩১-০৫-২০২৩ইং। কিন্তু উল্লেখিত তারিখের চেকগুলো ব্যাংকে প্রদান করলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত ব্যালেন্স রয়েছে বলে জানান কামাল আহমদকে। পরবর্তীতে ০৬-০৬-২০২৩ইং তারিখে ব্যাংক কর্তৃপক্ষ চেক ডিজঅনার করেন।
এরপর বাদী কামাল আহমদ আইনের আশ্রয় নেন এবং আসামীর বিরুদ্ধে এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারার বিধান মোতাবেক ০৩-০৭-২০২৩ইং তারিখে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়।





