বাংলাদেশকে আর্জেন্টিনার শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ৬:৪৯:১৪,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০২৩ | সংবাদটি ৮১ বার পঠিত
আফগানিস্তানকে ৬ উইকেটে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা হয়েছে বাংলাদেশের। এর আগে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
শুক্রবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এএফএ লিখেছে, আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা শুরু করতে যাওয়ার আগে তাদের জন্য শুভকামনা রইল। চ্যাম্পিয়নদের চেতনা তোমাদের জয়ের পথে পরিচালিত করুক।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের একটি অনন্য বন্ধন তৈরি হয়। লিওনেল মেসি এবং আলবিসেলেস্তেদের প্রতি বাংলাদেশের ভালোবাসা দক্ষিণ আমেরিকার দেশটিতে জাতীয় সংবাদ হয়ে ওঠে। এমনকি দুই দেশের রাষ্ট্রপ্রধানও ফুটবল নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এর ফলে ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস পুনরায় চালু হয়।





