গোয়াইনঘাট পুলিশের অভিযানে ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়েছে। জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত, সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ সেপ্টম্বর) ৩ ঘটিকার সময় এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৫ নং পূর্ব আলীরগাও ইউপির অন্তর্গত পূর্ব আলীরগাও সাকিনস্থ উত্তরের হাওর (যুগিরকান্দি) এলেকা হতে ১৪ টি বিভিন্ন সাইজের ভারতীয় মহিষ মালিকবিহীন অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করেন। গোয়াইনঘাট থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।





