সিলেটে সাতাঁর প্রশিক্ষণের শুভ উদ্বোধন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে ৭ দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণের শুভ উদ্বোধন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সুইমিং পুল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, প্রধান শিক্ষক মোছাম্মৎ: সালমা বেগম।
উক্ত অনুষ্ঠানে ইউনিসেফের সিলেট জেলা প্রতিনিধি দেবাশীষ মন্ডল, মো: শফিকুল ইসলাম ( সিপিসিএম), পলাশী মজুমদার ( সিপিসিএম), ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ প্রশিক্ষণার্থীদের অভিভাবকমন্ডলী উপস্হিত ছিলেন। প্রশিক্ষণ শুরুর প্রথম দিনেই সিলেট জেলার ৫০ জন শিশু ও কিশোর কিশোরী সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করে।





