সিলেটে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টেস্ট-ওয়ানডের পর এবার টি-টোয়েন্টির পালা। আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সিলেটে বৃষ্টি বাগড়ার শঙ্কা থাকলেও ম্যাচ শুরুর আগে মেঘ সরে গেছে।
ফলে নির্ধারিত সময়েই টস হয়েছে। যদিও আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। ফলে বৃষ্টি হানার শঙ্কা এখনো শেষ হয়ে যায়নি।
বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।