জার্মানিতে মিলল ৩ হাজার বছরের পুরোনো তরবারি
মাটি খুড়ে প্রায় ৩ হাজার বছরের পুরোনো একটি তরবারি খুঁজে পেয়েছেন জার্মানির প্রত্নতাত্ত্বিকরা। এত পুরোনো হলেও তরবারিটি বেশ ভালো অবস্থায় আছে— যা প্রত্নতাত্ত্বিকদের অবাক করেছে।
অষ্টভূজাকার হাতল সমৃদ্ধ ব্রোঞ্জের তৈরি এ তরবারিটি জার্মানির দক্ষিণ অঞ্চলের শহর নর্ডলিঙ্গেনের একটি সমাধির ভেতর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটি খ্রিষ্টপূর্ব ১৩ শতকের।
ব্রাভিয়া স্টেট অফিস ফর মনুমেন্ট প্রটেকশন (বিএলএফডি) জানিয়েছে, তরবারিটির অবস্থা এতটাই ভালো যে এটি ‘এখনো চকচক করছে।’
যে সমাধিতে তরবারিটির খোঁজ মিলেছে সেখানে একজন পুরুষ ও একজন নারীর হাড়গোড় এবং ব্রোঞ্জের তৈরি অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে।
প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, তারা জানেন না তরবারিটির সঙ্গে এ নারী-পুরুষের কোনো সম্পর্ক ছিল কিনা। এছাড়া এই দুষ্প্রাপ্য আবিষ্কার তরবারিটির সত্যিকারের উৎপত্তি নিয়ে প্রশ্ন তুলেছে।
বিএলএফডি জানিয়েছে, এ ধরনের একটি তরবারি তৈরি খুবই জটিল, কারণ হাতলটি তরবারির ব্লেডে জড়ানো ছিল।
তরবারিটির অবস্থা দেখে মনে হচ্ছে, এটি পুরোপুরিভাবে ব্যবহার করা হয়নি। তবে এটি ঘরে সাজিয়ে রাখার কোনো কিছু ছিল না— এটি অষ্ত্র হিসেবে ব্যবহার করার জন্যই তৈরি করা হয়েছিল।