নুরুল আলম সিদ্দিকী খালেদের চাচার মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক দলের শোক
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদের চাচা সিলেটের মোল্লারগাঁও খিত্তা খালোপার, কন্টাক্টর বাড়ী নিবাসী হাজী আনা মিয়া কন্টাক্টরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার এক শোক বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মিফতাহুল কবীর মিফতা ও সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেন মোল্লারগাও ইউনিয়নের প্রবীণ মুরব্বী হাজী আনা মিয়ার মৃত্যুতে আমরা এক গুণীজনকে হারালাম, এ ক্ষতি সহজে পুরণ হবার নয়। তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন আদর্শিক শুভাকাঙ্খী ছিলেন। তিনি সদা হাস্যউজ্জ্বল ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। আল্লাহ তাঁকে ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
নেতৃবৃন্দ মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।





