বিমানবন্দরে আটক মেসি! কেন জানুন?
সপোর্ট ও ভিসা সংক্রান্ত সমস্যার কারণে বেজিং বিমানবন্দরে আটক লিওনেল মেসি। একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চিনে এসেছেন আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক। সোমবার বেজিং বিমানবন্দরে চিনের সীমান্ত পুলিশ তাঁকে আটক করে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, পাসপোর্ট সংক্রান্ত সমস্যার কারণে মেসিকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটকে দেন নিরাপত্তাকর্মীরা। তাঁদের তরফে জানানো হয়েছে, ৩৫ বছরের বিশ্বজয়ী এই ফুটবল তারকা সফরের আগে ভিসার জন্য আবেদন করেননি। যে কারণে এদিন মেসি সমস্যায় পড়েন। তবে মাত্র ৩০ মিনিটেই সমস্যার সমাধান করা হয়। এরপর মেসি বিমানবন্দর থেকে বেরিয়ে যান।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ককে বিমান বন্দরে আটকানোর একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। প্রসঙ্গত, সম্প্রতি পিএসজি ছেড়ে এমএলএস-এর ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা।