নৌকা মার্কার প্রচারণায় বঙ্গবন্ধু ঐক্য পরিষদের নেতৃবৃন্দ
আসন্ন ২১ জনু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র সমর্থনে ‘বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যেগে অদ ৬ জুন নগরীর ১৯ নং ওয়ার্ডের সেবক,দর্জিপাড়া,দপ্তরী পাড়া,দর্জিবন্দ, রাজবাড়ি-মিতালী,ঈদগাহ এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট ভিতরণ করা হয়।
আওয়ামী লীগের উপ কমিটির সদাস্য ও বঙ্গবন্ধু ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম.বাবর লস্করের নেতৃত্বে লিফলেট ভিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক অঞ্জন কুমার দেব, যুগ্ম আহবায়ক সারোয়ার চৌধুরী, দিলিপ দাস জয়, রফিক মিয়া, সদস্য সচিব বিদ্যুৎ সেন পুরকায়স্থ, মহানগর শাখার আহবায়ক অপু কর,সদস্য সচিব তাহের হোসেন,জেলা ও মহানগর শাখার মধ্যে পরিমল দেবশর্মা,টিটু তালুকদার, জয়নাল আবেদীন, ইমরান আহমদ,রিপন কর,আব্দুর রহমান সহ অন্যান্যরা প্রমুখ।





