ঘুড়ি প্রতীক পেলেন কাউন্সিলর প্রার্থী মুক্তি, সবার দোয়া ও সহযোগিতা চাইলেন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলম খান মুক্তি ঘুড়ি প্রতীক পেয়েছেন। শুক্রবার (২ জুন) সিলেট জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সহকারি রিটার্নিং অফিসারের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘুড়ি প্রতীক বুঝে নেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলম খান মুক্তি।
তিনি সবার কাছে দোয়া কামনা ও সহযোগিতা চেয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে ঘুড়ি প্রতীকে ভোট দিয়ে ৪নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দানের জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন।
আলম খান মুক্তি বলেন, নির্বাচন কমিশন ঘুড়ি প্রতীক আমাকে বরাদ্দ দিয়েছে। আমি যদি ওয়ার্ডবাসীর মহা-মূল্যবান ভোট পেয়ে নির্বাচিত হই তাহলে ৪নং ওয়ার্ডকে স্মার্ট ও নান্দনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গিকারাবদ্ধ।
তিনি আরো বলেন, আমি আপনাদের সন্তান আপনাদেরই একজন, আজীবন আপনাদের সেবা করতে চাই সুখ দুঃখে আপনাদের সাথে আছি সাথে থাকবো, ইনশাআল্লাহ।
এদিকে, গতকাল শুক্রবার (২ জুন) রাত ৮ ঘটিকায় মজুমদারী মসজিদের সামনে মজুমদারী পুকুর পাড়ে মিলাদ ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে আলম খান মুক্তির নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।





