হাটহাজারীর মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ ইয়াহইয়া আর নেই
শিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না-ইলাইহি রজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী তিন ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ইন্তেকাল করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদরাসার মুখপাত্রখ্যাত মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মাওলানা মুনীরুল ইসলাম।
আল্লামা ইয়াহইয়া হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দীর্ঘদিন হেফাজতের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী হাটহাজারী বড় মাদরাসার মহাপরিচালক ছিলেন। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর তার মৃত্যু হলে মাদরাসার প্রধান মুফতি আবদুস সালামকে প্রধান করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মুফতি আবদুস সালামকে মহাপরিচালক ও আল্লামা ইয়াহইয়াকে সহকারী পরিচালক ঘোষণার পরপরই মুফতি আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন বৈঠকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মুফতি আবদুস সালামের জানাজার পরপরই আল্লামা ইয়াহইয়াকে মহাপরিচালক ঘোষণা করা হয়।





