আনোয়ারুজ্জামানের সমর্থনে ‘বঙ্গবন্ধু ঐক্য পরিষদ’ সিলেটের মতবিনিময় সভা
আসন্ন আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র সমর্থনে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যেগে মঙ্গলবার (১৬ মে) রাত ৮ টায় মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ঐক্য পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম.বাবর লস্কর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা খন্দকার মহসিন কামরান, সিলেট মহানগর যুবলীগের প্রাক্তন নেতা ও শ্রমিক লীগের সহ সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, মহানগর আওয়ামী লীগ নেতা ও জকিগঞ্জ হস্পিটাল সিলেটের চেয়ারম্যান সোয়েব লস্কর।
সভা বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার প্রস্তাবিত সদস্য সচিব ওমর দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার প্রস্তাবিত সদস্য সচিব অপু কর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম,২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রুহুল আলম, মহানগর যুবলীগ নেতা হাফিজুর রহমান চৌধুরী শিপলু, বঙ্গবন্ধু ঐক্য পরিষদ কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক অনজন কুমার দেব,নির্বাহী সদস্য দিলীপ দাস,রফিক মিয়া,যুবলীগ নেতা মাহবুব আলম মজনু,মানবাধিকার কর্মী সাব্বির আহমদ,মহানগর শ্রমিক লীগ নেতা বিজিত লাল, বঙ্গবন্ধু ঐক্য পরিষদের জেলা ও মহানগরের বিদ্যুৎ সেন পুরকায়স্থ,মো জামাল উদ্দিন,প্রদিপ রঞ্জন দাস,মো: জামাল উদ্দিন,ফয়সল আহমদ,শ্রী অসিত চক্রবর্তী,পরিমল দেবশর্মা জীবন,মাছুম চৌধুরী, মাছুম চৌধুরী, রাজন পাল,আলাল,রবিউল ইসলাম জাবেদ,রুবেল,প্রদিপ,আরিফ আহমদ,মিলন দাস,মাশুক মিয়া,মশিউর রহমান,ইসতয়াক আহমেদ জনি,সাইফুল আলম চৌধুরী, রিমা আক্তার, লুবাবা আক্তার,আলমগীর হোসেন ও আবুল হেসেন প্রমুখ।
সভায় বক্তারা নৌকার বিজয় নিশ্চিত করতে বঙ্গবন্ধু ঐক্য পরিষদের সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় প্রতিটি পাড়া মহল্লায় এবং বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রার্থীর পক্ষে ভোট চাওয়া।





