বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা হিরন যুক্তরাজ্য গমণ উপলক্ষে সংবর্ধনা
বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা আবু সিনহা চৌধুরী হিরন যুক্তরাজ্য গমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে বিয়ানীবাজার উপজেলা, সরকারি কলেজ ও পৌর শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (১৬ মে) দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস হলরুমে সংবর্ধনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ জিসানের সভাপত্বিতে ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম ও জুবায়েদ আহমদ তারেকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা আবু সিনহা চৌধুরী হিরন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ইউপি চেয়ারম্যান মো: আমান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন তারেক ও সাইদুল ইসলাম, যুবলীগ নেতা লায়ন্স সুহেল আহমদ রাশেদ ও রফিকুল হক চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা সাবেক সহ-সভাপতি খালেদ আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রনেতা লিটন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা স্বপন আহমদ, শহিদ চৌধুরী নাহিদ ও সাংবাদিক তাজবির আহমদ ছাইম।
সংবর্ধনায় নেতৃবৃন্দ বক্তব্য বলেন, ছাত্রলীগ নেতা আবু সিনহা চৌধুরী হিরন তৃনমূল থেকে উঠা আসা বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে রাজপথের প্রতিটি আন্দোলন সংগ্রামে জয় বাংলা স্লোগানে মুখরিত করে রাখতো। তার বিদেশ গমণে বিয়ানীবাজারে ছাত্র রাজনীতিতে কিছুটা শূন্যতা বিরাজ করবে। তবে, যুক্তরাজ্যে গিয়েও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার সাজেদ, শাহরিয়ার হোসেন তানভীর, রফিকুল ইসলাম, খান মুরাদ, তালুকদার আহমদ কিবরিয়া,জুয়েল রানা, ওলিউর রহমান, মোস্তুফা আহমদ, রাহাদ আহমদ ও সুজন আহমদ সহ উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।





