জকিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় বাবা-মাকে ফিরে পেল শিশু খোকন
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন খোকন (১১) খুঁজে পেল তার পরিবারকে। দীর্ঘ ১ মাস পর পরিবারকে খুঁজে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় জকিগঞ্জ থানায়। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের প্রচেষ্টায় প্রায় ১ মাস আগে হারিয়ে যাওয়া শিশু খোকন কে মঙ্গলবার (২ মে) দুপুরে জকিগঞ্জ থানার নারী, শিশু বয়স্ক ও প্রতিবন্ধী অফিস রুমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
খোকন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শিমুলবাক গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, জকিগঞ্জ হাঁসিতলা গ্রামের সফা মিয়া ছেলে মুকিত মিয়া গত ১ মে বিকেল পাঁচটার সময় জকিগঞ্জ থানায় উপস্থিত হয়ে তার সঙ্গীয় খোকন (১১) কে থানায় বুঝিয়ে দিয়ে জানান যে, গত সাত দিন আগে স্থানীয় সোনাসার বাজারে ছেলেটিকে কান্নারত অবস্থায় পেয়ে বাজার কমিটিকে জানিয়ে তার বাসায় নিয়ে আশ্রয় দেন এবং তার পরিবারের খোঁজখবর নিতে থাকেন কিন্তু কোন খোঁজ খবর না পেয়ে বর্ণিত ছেলেটিকে জকিগঞ্জ থানায় এনে ওসি মোশাররফ হোসেনের নিকট বুঝিয়ে দেন। ওসি মোঃ মোশাররফ হোসেন তাৎক্ষণিকভাবে ঘটনাটি জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন অবগত করেন। পরবর্তীতে পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন সার্বিক নির্দেশনা মতে জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন ছেলেটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়ার সকল প্রকার কার্যক্রম গ্রহণ করেন।ছেলেটির কথাবার্তা অস্পষ্ট হওয়ায় প্রথমেই তিনি এই ছেলেটির সাথে দীর্ঘ সময় কথাবার্তা বলে একটি নাম ঠিকানা সংগ্রহ করেন। প্রাপ্ত ঠিকানার সঠিকতা যাচাইয়ের জন্য তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খালিদ হোসেনসহ ঐ থানার এসআই মোহন রায়কে অনুরোধ করেন এবং বার্তা প্রেরন করেন। পাশাপাশি ছেলেটির পরিবারের ঠিকানা সংগ্রহের উদ্দেশ্যে ছেলেটির ছবি সহ ফেসবুকে একটি জোরালো পোস্ট দেন।
জকিগঞ্জ ও শান্তিগজ্ঞ থানা পুলিশ, জনপ্রতিনিধি এবং ফেসবুকের সহযোগিতার মাধ্যমে ছেলেটিকে তাহার পিতা নজরুল ইসলাম নজু সহ পরিবারের লোকজনের নিকট তাহাকে হস্তান্তর করতে পেরে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জকিগঞ্জ থানার ওসি মোঃ মোশাররফ হোসেন।
অপরদিকে দীর্ঘ প্রায় একমাস পর হারানো ছেলেকে ফিরে পেয়ে আনন্দে ভরে ওঠে খোকনের বাবা নজরুল ইসলাম নজুর বুক এবং বাবাকে ফিরে পেয়ে হাসি ফোটে শিশু খোকনের মুখেও। বাবা ছেলের পুনর্মিলনের সময় জকিগঞ্জ থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।





