মাসুক উদ্দিনের মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক
প্রকাশিত হয়েছে : ৪:২৫:১১,অপরাহ্ন ৩০ এপ্রিল ২০২৩ | সংবাদটি ১১৪ বার পঠিত
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি মাসুক উদ্দিন আহমেদ আজ রোববার (৩০ এপ্রিল) ভোর ৪ ঘটিকার সময় বদিকোনা নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, মরহুমের জানাযার নামাজ আজ রোববার বাদ আসর বদিকোনা জামে মসজিদে অনুষ্টিত হবে। জানাযায় সকলের উপস্থিত ও দোয়া কামনা করেছে পরিবারের পক্ষ থেকে।





