লন্ডনে সিলেটের তরুণ সালাউদ্দিনের আকস্মিক মৃত্যু
সিলেটের জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল নিবাসী, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব, সিলেট গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা, গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি, হাজী তৈয়ব আলী আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শিল্পপতি সাইফুদ্দিন খালেদের একমাত্র ছেলে সালাউদ্দিন ওমর (২২) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে আকস্মিকভাবে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে ওমর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, সাইফুদ্দিন খালেদের একমাত্র ছেলে সালাউদ্দিন ওমর র্দীঘদিন ধরে পরিবারের সঙ্গে লন্ডনে বসবাস করেন। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে আকস্মিক ভাবে অসুস্থ হন। পরে তাকে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে নেয়া হলে মৃত্যুবরণ করেন।
২২ বছর বয়সী তরুণ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থীর ব্রেইন স্ট্রোকে মৃত্যু হওয়ায় পুরো উপজেলা ও প্রবাসে শোকের ছায়া নেমে আসে।টগবগে তরুণ সালাউদ্দিন ওমরের মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল। শিল্পপতি সাইফুদ্দিন খালেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় বিস্তারিত কিছু জানা যায়নি।
বর্তমানে সাইফুদ্দিন খালেদ লন্ডনে রয়েছেন বলে জানা গেছে।