সিলেট জেলা পুলিশ সুপারের ঈদ আনন্দ আয়োজন
ঈদের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আয়োজন করেন ঈদ আনন্দ ও নৈশভোজের। যেখানে সকল স্তরের পুলিশ অফিসার-ফোর্সের উপস্থিতি আয়োজনকে আনন্দঘন করে তুলে। সুরমা নদী তীরবর্তী পুলিশ সুপার বাংলো প্রাঙ্গনে এ আয়োজনে ভিন্ন মাত্রা এনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এমপি।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো: হাবিবুর রহমান এমপি, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিলেট সিটি কর্পোরেশন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার), পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: ইলিয়াছ শরীফ বিপিএম(বার), পিপিএম, সিলেট জালালাবাদ সেনানিবাসস্থ এসআইএন্ডটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন এসইউপি, এনডিসি, পিএসসি সহ সিলেট রেঞ্জ সদরের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান ও শুভানুধ্যায়ীগণ। সাংস্কৃতিক সন্ধ্যা চলাকালে আমন্ত্রিত অতিথি ও পুলিশ অফিসার-ফোর্সগণ নৈশভোজে অংশ নেন।
এর আগে ঈদের দিন বিকালে পুলিশ সুপার তার বাসভবনে জেলার সকল পর্যায়ের অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।