মসজিদে ইতিকাফরত অবস্থায় মুসল্লির মৃত্যু
নারায়ণগঞ্জে রূপগঞ্জে মসজিদে ইতিকাফরত অবস্থায় জালাল উদ্দিন (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার তারাব পৌর এলাকার মৈকুলি কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
তিনি সপরিবারে উপজেলার মৈকুলি এলাকার সাদেক ভুঁইয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। জালাল উদ্দিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নান্দাইল থানার বাছোদি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ রমজানে অন্যদের সঙ্গে মৈকুলি কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফে বসেন জালাল উদ্দিন। বুধবার ফজরের নামাজের পর যথারীতি ঘুমিয়ে পড়েন। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠেই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।
মৈকুলি কেন্দীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আইয়ুবী বলেন, বিশ রমজান থেকে জালাল উদ্দিন ইতিকাফে বসেছেন। ফজরের নামাজের পর তিনি তার মেয়ে কুরআন খতম করেছেন বলে দোয়া চেয়েছেন আমাদের কাছে। নামাজ শেষে আমি রুমে চলে যাই। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় উনাকে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হালিম ভূঁইয়া জানান, বুধবার ফজরের নামাজের পর যথারীতি জালাল উদ্দিন ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন। দুপুরে জানাজা শেষে তার লাশ পরিবারের মাধ্যমে এলাকাবাসীর সহযোগিতায় কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে তার লাশ দাফন করার কথা রয়েছে।