জাফলংয়ে ভারতীয় মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১২:০৬:১১,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০২৩ | সংবাদটি ২১৫ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এস আই জাহাঙ্গীর আলম ও এএসআই সাদ্দাম হোসেন উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১০ বোতল মদসহ কামরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।
ধৃত আসামী জৈন্তাপুর উপজেলার দরবস্ত খর্গাপুঞ্জি নয়া গ্রামের মৃত আব্দুল কাদির ছেলে।
মাদকসহ একজন আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল বলেন, ধৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।