দেশে থাকতে হলে লড়াই করে থাকতে হবে : ইলিয়াসপত্নী লুনা
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর বলেছেন, ওয়াসার এমডি তাসকিন বিদেশে টাকা পাচার করে সরকার এগুলো দেখেও দেখে না, নামে তদন্ত হয়, পরে আর কোন তথ্য পাওয়া যায় না। এভাবে দেশ চলতে পারে না।
তিনি বলেন, ‘আমাদের বিদেশে কোন বাড়ী গাড়ী নাই, যাওয়ার জায়গা নাই। আমরা যারা বাংলাদেশী বা বাংলাদেশে থাকবে তাদেরকে লড়াই করে থাকতে হবে।’
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্বনাথে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ উদ্যোগে পৌর শহরের বরইগাঁও গ্রামে আয়োজিত এম. ইলিয়াস আলী ও তার গাড়ী চালক আনছার আলী গুমের ১১ বছর পূর্ণ হওয়ার প্রতিবাদে এবং বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল চেয়ারম্যান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া মেম্বার, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান নেছার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সামছুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, সদস্য সচিব ফাহিম আহমদ, সদস্য আবু তাহের মিছবাহ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন, বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাজেদুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ আরব খান। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বরইগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস ছত্তার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মুনায়েম খান, আসাদুজ্জামান নূর আসাদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মামুন মেম্বার, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না শাহীন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান রিপন, পৌর বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ, নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দাশ, বিএনপি নেতা খায়রুল আমিন আজাদ, কাওছার আহমদ তুলাই, শহীদ আহমদ, বদরুল আহমদ বাপ্পী, জেলা মহিলা দল নেত্রী নাজমা বেগম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, আব্দুল লতিফ প্রমুখসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।