এসএমপি’র অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আজ সোমবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ইঅ্যান্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, সিলেট মহানগর কোর্টের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, পিবিআই, হাইওয়ে, র্যাব-৯ সিলেট, মাদকদ্রব্য অধিদপ্তর সিলেট, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশের প্রতিনিধিবৃন্দসহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, আরআই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
পুলিশ কমিশনার উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে নিজ নিজ এলাকার অপরাধ সংক্রান্ত বিষয়ে জানতে চান। উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ এলাকার অপরাধ পরিস্থিতি পুলিশ কমিশনারের নিকট উপস্থাপন করেন। পুলিশ কমিশনার কর্মকর্তাদের সৎ ও মানবিক পুলিশিং এর নির্দেশণা প্রদান করেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশের নির্দেশিত পুলিশিং, পুলিশের ইমেজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত নির্দেশণাবলী, শৃঙ্খলা- ড্রেসকোড বজায় রেখে পেশাদারিত্বের সাথে ডিউটিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করেন।
তিনি বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয়, তেমনি কোনো পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।
এছাড়া পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যথাযথভাবে সম্মানিত নাগরিকদের নিরাপত্তার বিষয়টি তিনি তুলে ধরেন। পুলিশকে দক্ষতার সাথে দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি উপস্থিত সকল কর্মকর্তাবৃন্দের প্রতি আহ্বান জানান।
সভায় বিগত মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাগণ হলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার মো. মাইন উদ্দিন খান (দক্ষিণ সুরমা থানা), ওসি মো. শামছুদ্দোহা, পিপিএম (দক্ষিণ সুরমা থানা), ইন্সপেক্টর সুমন কুমার চৌধুরী (দক্ষিণ সুরমা থানা), ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম (আরআই, পুলিশ লাইন্স), ইন্সপেক্টর মোহাম্মদ সহিদুর রহমান (ডিবি), ইন্সপেক্টর মো. জিয়াউর রহমান (প্রশিকিউশন), ইন্সপেক্টর আল-আমিন (সিটিএসবি), টিআই সামছুদ্দিন (ট্রাফিক বিভাগ), এসআই মো. আবুল হোসেন (দক্ষিণ সুরমা থানা), এসআই জয়ন্ত কুমার দে (ডিবি), এসআই মো. আবুল হোসেন (প্রসিকিউশন), এসআই মো. সাহাব উদ্দিন (পুলিশ লাইন্স, বিভাগীয় পোশাক ভান্ডার), টিএসআই প্রকাশ দেবনাথ (ট্রাফিক বিভাগ), এসআই মো. সানাউল ইসলাম (সিটিএসবি), এএসআই মো. সাদিকুর রহমান (দক্ষিণ সুরমা থানা), এএসআই মো. আলী হোসেন (সদর ও প্রশাসন), এটিএসআই মো. আমির হোসেন (ট্রাফিক বিভাগ), এএসআই মোছাম্মৎ রুবিনা খাতুন (সিটিএসবি) এবং গাড়িচালক কনস্টেবল মো. মোহন মিয়া (মটরযান শাখা, সদর ও প্রশাসন)।