ক্লিন সিটির উদ্যোগে নগরীতে ‘৪ টেখায় ইফতার’
পবিত্র সিয়াম সাধনার মাসে ‘ভ্রাতৃত্বের বন্ধনে জয় হোক মানবতার’ এই স্লোগানকে নিয়ে রমজানের শুরু থেকেই পথচারী ও রোজাদারদের মাঝে ‘৪ টেখায় ইফতার’ ইফতার বিতরণ করছে ক্লিন সিটি সামাজিক সংগঠন।
রোববার (০৯ এপ্রিল) ২য় ধাপে নগরীর শাহী ঈদগাহ পয়েন্টে প্রায় ২ শতাধিক রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ক্লিন সিটি সামাজিক সংগঠনের উপদেষ্টা ও সিলেট সিটি কপোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ বলেন, ক্লিন সিটি সামাজিক সংগঠন এর একটি সেবামূলক প্রজেক্ট এই ‘৪ টেখায় ইফতার’। মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি এই স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন ধরে সিলেট শহরে পরিচ্ছন্নতা, সেবামূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের সভাপতি নাজিব আহমদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রোটানিয়ান রাশেদুজ্জামান রাশেদসহ সংগঠনের সদস্যবৃন্দ।
সংগঠনের সদ্যসদের মধ্যে উপস্থিত ছিলেন, রুহুল আমিন রুহেল, পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পাদক, হাফিজুর রহমান পাবেল, অর্থ সম্পাদক, সুয়েব নেওয়াজ, আব্দুল লতিফ, মো. রাসেল আহমদ, জানহান, তারেক রহমান, রুবেল আহমদ, জোবের আহমদ, মাহদিন বৈশাখ, কায়কোবাদ, তোফায়েল, রুম্মান, রিফাতুল গনি, ইসতিয়াক, দেলোয়ার, মিসবাহ, রেজওয়ান আহমদ, জালাল জয় প্রমুখ।
রমজান মাসের প্রতি শুক্রবার সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।