এল ক্ল্যাসিকোয় আজ ফের মুখোমুখি রিয়াল-বার্সা
স্প্যানিশ লা লিগায় দুই দলের মধ্যে এখন ফারাক অনেক। ১২ পয়েন্ট দূরে থেকে রিয়ালও আশা ছেড়ে দিয়েছে, তারা এবার আর লা লিগা শিরোপা জিততে পারবে না। তবে এখনও লড়াই বাকি আছে স্প্যানিশ কোপা ডেল রে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে আবার বিদায় নিয়েছে বার্সেলোনাও।
দুই দলের দ্বৈরথ টিকে আছে কোপা ডেল রে’র সেমিফাইনালে। প্রথম লেগে রিয়ালের মাঠ থেকে ১-০ গোলে জয় তুলে এনে এগিয়ে রয়েছে বার্সা। ফিরতি লেগে আজ নির্ধারণ হবে দুই দলের কে খেলবে ফাইনালে। সেই জমজমাট লড়াইটিই আজ বুধবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত ১টায়।
ফাইনালে যেতে হলে বার্সাকে ড্র করলেও চলবে। তবে রিয়ালকে জিততে হবে অন্তত ২ গোলের ব্যবধানে। কাজটা কঠিন হলেও আত্মবিশ্বাসী রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি, ‘এটা কোনো সাধারণ ম্যাচ নয়। আমরা লড়াইয়ে পিছিয়ে আছি, এ জন্য বিশেষ কিছু করতে হবে। দলের সবাই তৈরি। ইতিবাচক হচ্ছে, সবাই ছন্দে থাকায় এল ক্লাসিকোর সেরা দল বেছে নেওয়াটা কঠিন আমার জন্য।’
এবারের মৌসুমে আজ পঞ্চম এল ক্লাসিকোয় মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। আগের চার দেখায় তিনটিই জিতেছে কাতালানরা। রিয়ালের সর্বশেষ জয় গত বছর অক্টোবরে লা লিগায় ৩-১ গোলে। ফিরতি লেগে বার্সেলোনা জিতেছে ২-১ ব্যবধানে, যা আবার চার বছর পর ন্যু ক্যাম্পে এল ক্লাসিকায় কাতালানদের প্রথম।
আজকের ম্যাচটার প্রস্তুতি দুই দলই করেছে বড় জয়ে। লা লিগায় সর্বশেষ ম্যাচে এলচেকে ৪-০ ব্যবধানে হারিয়ে বার্সা। জোড়া গোল করেছিলেন রবার্ট লেওয়ানডস্কি। লিগে এটা তার ১৭তম আর মৌসুমে ২৭তম গোল। ভায়াদোয়িদের বিপক্ষে রিয়ালও জিতেছে ৬-০ গোলের বড় ব্যবধানে। দলটির প্রাণভোমরা করিম বেনজেমা হ্যাটট্রিক করেছিলেন সাত মিনিটের ব্যবধানে। লেভা-বেনজেমার ছন্দ তাই আজ গড়ে দিতে পারে এল ক্লাসিকোর গতিপথ।
এমনিতেই উত্তেজনার এল ক্লাসিকোতে বার্সেলোনা খেলছে উত্তপ্ত পরিস্থিতিতে। অর্থের বিনিময়ে রেফারিকে বার্সেলোনা প্রভাবিত করার অভিযোগের তদন্ত করছে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। সেই অফিসে লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস মিথ্যা তথ্য দেওয়ায় তার পদত্যাগ দাবি করে বিবৃতি দিয়েছে বার্সা। আবার একই অভিযোগে বার্সাকে হুমকি দিয়ে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফরিন বলেছেন, ‘আমি খুব বেশি বলতে না পারলেও যত দূর বুঝি তাতে বলছি পরিস্থিতি খুবই বিপজ্জনক (বার্সার জন্য)।’ এই উত্তাপের ঢেউ আজ আছড়ে পড়বেই ন্যু ক্যাম্পে।