সিলেটের ওসমানীনগরে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) স্থানীয় গোলায়ালাবাজারে একটি হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভীর উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহন করেন, পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, মাওলানা আছকর আলী, মাওলানা আবু ছালেহ আল মাহমুদ, হাজী আজির উদ্দিন মেম্বার, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সহ সভাপতি আব্দুল মতিন, মাওলানা আব্দুল গফফার, মাওলানা হাবিবুর রহমান সিদ্দীকি।
উপস্থিত ছিলেন, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা জাহিদুর রহমান, হাফিজ তৌরিছ আলী, হাফিজ আব্দুল হাকিমসহ নানা শ্রেণি-পেশার মানুষ।