সাকিব-ঐশীর আংটিবদল, বিয়ে ঈদের পর
বিয়ের প্রাথমিক ধাপ হিসেবে আংটিবদল করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। আড়াই বছরের প্রেমের সম্পর্ক তাদের মধ্যে। দুই পরিবারের সম্মতিতে গতকাল রোববার রাতে তাদের আংটিবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ঐশীর মা নাসিমা মান্নান। তিনি বলেন, ‘ওদের পরিচয় ছিল দুই-আড়াই বছরের। দুজনার পছন্দ ছিল। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম। সে হিসেবেই অনেকটা হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’
এখন বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নাসিমা মান্নান। ঈদের পর তারিখ চূড়ান্ত হবে। তখন সবাইকে জানানো হবে বলে জানালেন তিনি।
এদিকে গানের পাশাপাশি ঐশী চিকিৎসক হিসেবে রাজধানীর একটি হাসপাতালে কর্মরত আছেন। অন্যদিকে তার হবু বর সাকিব নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে।