ইয়াশ রোহান ও পারসা ইভানার ‘একসাথে আলাদা’
শহুরে নগর জীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা ‘একসাথে আলাদা’। সিনেমাটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান।
আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে। নতুন বছরে দর্শকদের জন্য ১ ঘণ্টার এই নতুন ফিল্ম ফরম্যাট চালু করতে যাচ্ছে হইচই। ইয়াশ রোহান ও পারসার প্রথম সিনেমা এটি। এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।
পরিচালক রেজাউর রহমান বলেন, আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস আর ক্যারিয়ারের চাপে সম্পর্কের সমীকরণগুলো বদলে যাচ্ছে। ইয়াশ-পারসা দুজনেই তাদের চরিত্রে অসাধারণ কাজ করেছেন। দর্শকদের জন্য এটি এক ঘণ্টার এক রিফ্রেশিং অভিজ্ঞতা হবে।’পরিচালক রেজাউর রহমান এর আগে এমন সমসাময়িক গল্প নির্মাণের জন্য বেশ প্রশংসিত হয়েছেন।
অভিনেতা ইয়াশ রোহান বলেন, গল্পটা আমাদের আশপাশের চেনা বহু মানুষের জীবনের সঙ্গেই মিলে যাবে। পোস্টার প্রকাশের পর দর্শকদের আগ্রহ দেখে ভীষণ ভালো লেগেছে। মুক্তির পর সেই আগ্রহ আরও বাড়বে বলেই আশা।
অভিনেত্রী পারসা ইভানা বলেন, এই চরিত্রটি আমার আগের কাজগুলো থেকে বেশ ভিন্ন। রোমান্টিক কমেডি ঘরানার হলেও এর ভেতরে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি আছে। ইয়াশ আর আমি চেষ্টা করেছি পর্দায় সেই ম্যাজিকটা ফুটিয়ে তুলতে।
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, সবসময় আমাদের চেষ্টা থাকে দর্শককে নতুন এবং বৈচিত্র্যময় গল্প উপহার দিতে। সেই ধারাবাহিকতায় ‘একসাথে আলাদা’ আমাদের বছরের অন্যতম একটি বিশেষ কাজ। আমার বিশ্বাস সহজ-সরল অথচ গভীর আবেগের এই গল্পটি দর্শকের মনে এক আলাদা জায়গা করে নেবে।




