উপজেলা রাজনীতির দ্বন্দ্বে প্রেম ও থ্রিলার নিয়ে আসছে ‘জনম জনমে’ নাটক
দুই উপজেলা চেয়ারম্যানের রাজনৈতিক দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই এবং সেই প্রতিযোগিতার ভেতরে জড়িয়ে পড়া দুই তরুণ-তরুণীর গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘জনম জনমে’। গল্পে একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও অন্যজন সাবেক চেয়ারম্যান। দু’জনের মূল লড়াই আসন্ন নির্বাচনে দলীয় নমিনেশন পাওয়া নিয়ে। এই রাজনৈতিক প্রতিযোগিতার মাঝেই সংঘাতে জড়িয়ে পড়ে তাদের সন্তানরা—একজনের ছেলে ও অন্যজনের মেয়ে।
এই দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা। রায়হান মাহামুদের রচনায় সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন মোঃ তৌফিকুল ইসলাম। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার, পলিনসহ অনেকে।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তৌফিকুল ইসলাম বলেন, “যেহেতু গল্পটি পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার ঘরানার, সেহেতু গল্পের বিষয়ে খুব বেশি বলতে চাই না। তবে এটুকু কথা দিতে পারি, গল্পটি দেখে যে কেউ হতচকিত হবেন। কারণ, এটাই রাজনীতি। আমার শিল্পীরা দারুণ অভিনয় করেছেন যে যার চরিত্রে, কৃতজ্ঞতা সিএমভির প্রতি।”
নাটকটির শুরুতে দেখা যাবে, বর্তমান উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব মিয়া পাশাপাশি বাসায় থাকেন। দু’জনের সম্পর্ক অম্ল-মধুর হলেও দু’জনেই পরবর্তী নির্বাচনে দলীয় নমিনেশন পেতে মরিয়া। আলতাফ হোসেনের মেয়ে নিদ্রা পড়াশোনা শেষ করে বাবার সঙ্গে রাজনীতিতে সক্রিয়। অপরদিকে মোতালেব মিয়ার ছেলে পুলকও বাবার পক্ষেই রাজনীতি করে। নিদ্রা ও পুলকের সম্পর্ক দা-কুমড়ার মতো—দু’জনেই নিজ নিজ গ্যাং নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে।
এলাকার মানুষ তাদের এই দ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে সমাধানের জন্য শরণাপন্ন হয় ফজলুর রহমান বাবুর চরিত্রটির কাছে। তিনি একজন অরাজনৈতিক, সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি, যাকে সমীহ করেন দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন ও মোতালেব মিয়াও। এখান থেকেই শুরু হয় ‘জনম জনমে’র মূল গল্প।
নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘জনম জনমে’। তিনি বলেন, “এই গল্পের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটি নিখাদ একটি গ্রামীণ প্রেমের গল্প। তবে গল্পে নির্বাচনের আবহ থাকায় আমরা এই সময়টাতে নাটকটি মুক্তি দিতে চাই। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”




