খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক
প্রকাশিত হয়েছে : ৮:৪৬:২৩,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০২৫ | সংবাদটি ৪ বার পঠিত
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এ শোক জানানো হয়।
মার্কিন দূতাবাসের শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। বেগম জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।
এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার সকালে মারা যান তিনি।




