ডিবি হেফাজতে আনিস আলমগীর
সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে হেফাজতে নেওয়া হয় বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
তিনি বলেন, কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে আনিস আলমগীর গণমাধ্যমকে বলেছেন, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।
রোববার রাতে সাড়ে আটটার কিছুক্ষণ পরে আনিস আলমগীরের মুঠোফোনে কল করা হলে তিনি ডিবি কার্যালয় থেকে গণমাধ্যমকে এ কথা বলেন।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয়। আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন। তার সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কথা হয়নি।





