আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের জোড়া উইকেট, দলের হার
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান আইএল টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে জোড়া উইকেটের দেখা পান। প্রথম ম্যাচে তার দল দুইবাই ক্যাপিটালস হেরে যায়।
দ্বিতীয় ম্যাচেও বল হাতে ঝলক দেখান মোস্তাফিজ। এবার জয়ের দেখা পায় দুবাই, যিনি রোববার (৭ ডিসেম্বর) আবুধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারায়। এই জয় নিয়ে আসরে প্রথম দুই ম্যাচের পর দুবাই প্রথম জয়ের স্বাদ পায়। প্রথম ম্যাচের মতো, নাইট রাইডার্সের বিপক্ষেও মোস্তাফিজ শিকার করেন ২ উইকেট।
দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে উন্মুক্ত চাঁদকে প্রথম শিকার বানান মোস্তাফিজ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে ফের বোলিংয়ে এসে প্রথম দুই বলের মধ্যে ফিল সল্ট ১০ রান করেন—একটি করে চার ও ছয়ে। তৃতীয় বল থেকে কোনো রান নিতে পারেননি ইংলিশ ব্যাটার; পরের বলেই রোভম্যান পাওয়েলের হাতে ধরা পড়েন তিনি। মোট ২১ বল খেলেন ২৭ রান করে।
ইনিংসের ১৫তম ওভারে নিজের তৃতীয় এবং শেষ ওভারটি করেন মোস্তাফিজ। ওই ওভারে ৭ রান দেন এবং উইকেটশূন্য থাকেন। সব মিলিয়ে এদিন ৩ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন মোস্তাফিজ।




