চট্টগ্রামের সাবেক কাউন্সিলর জসীম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কোটি টাকার বেশি ‘অসঙ্গতিপূর্ণ’ আয় ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রামের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসীম ও তার স্ত্রী তছলিমা বেগমের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক।
রোববার (৭ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়।
আয় ব্যয়ের অসঙ্গতি ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাগুলো করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপ-পরিচালক সুবেল আহমেদ।
মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসীমের বিরুদ্ধে তিন কোটি ১৮ লাখ টাকা অসঙ্গতিপূর্ণ আয় ও সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
আর ১২ লাখ ৮৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয় তার স্ত্রী তছলিমার বিরুদ্ধে। কাউন্সিলর জসীম এলাকায় পাহাড় কাটায় জড়িতসহ নানা কারণে আলোচিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/সিএম
নগরীর আকবর শাহ এলাকায় ২০২৩ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি দল নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কাটা পরিদর্শনে যান।
এরপর কালির ছড়া খাল ভরাটের এলাকায় গেলে তারা বাধার মুখে পড়েন। অভিযোগ আছে, কাউন্সিলর জসীমের নেতৃত্বে তাদের বাধা দেওয়া হয়েছিল।
এ ঘটনায় করা মামলায় কাউন্সিলর জসীমকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত ৫ মার্চ ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।





