চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ড্রোন হামলায় ক্ষতিগ্রস্থ
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইনের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের সুরক্ষা কাঠামোর প্রধান নিরাপত্তা ব্যবস্থা ড্রোন হামলার ফলে কার্যক্ষমতা হারিয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (আইএইএ) জানিয়েছে, মেরামত করা হলেও ব্যাপক পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে যাতে ভবিষ্যতে আরও ক্ষতি প্রতিরোধ করা যায়।
জাতিসংঘের পারমাণবিক তদারকি প্রতিষ্ঠান আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (আইএইএ) শুক্রবার জানিয়েছে, ২০১৯ সালে নির্মিত ইস্পাত আবদ্ধ কাঠামোটি ফেব্রুয়ারিতে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর এর কার্যকারিতা কমে গেছে। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, “পরিদর্শন নিশ্চিত করেছে যে সুরক্ষা কাঠামোটির আবদ্ধতার সক্ষমতাসহ প্রাথমিক নিরাপত্তা-সম্পর্কিত নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকারিতা হারিয়েছে, তবে লোড-বেয়ারিং স্ট্রাকচার বা মনিটরিং সিস্টেমে স্থায়ী ক্ষতি হয়নি।” তিনি আরও জানান, “ইতোমধ্যেই মেরামত করা হয়েছে, তবে ব্যাপক পুনর্নির্মাণ জরুরি যাতে ভবিষ্যতে আরও ক্ষতি রোধ করা যায় এবং দীর্ঘমেয়াদী পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।”
ফেব্রুয়ারিতে জাতিসংঘ জানিয়েছিল, ইউক্রেইনের কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে একটি ড্রোন উচ্চ ক্ষমতার বিস্ফোরক ওয়্যারহেড নিয়ে কেন্দ্রের চার নম্বর চুল্লিতে আঘাত হানে। এতে চুল্লিটিকে ঘিরে থাকা সুরক্ষা আবরণে আগুন লাগে এবং এটি ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেইনের দাবি, হামলার জন্য দায়ী রাশিয়া। মস্কো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আইএইএ জানিয়েছে, কেন্দ্রটিতে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক ও স্থিতিশীল আছে এবং বিকিরণ লিক হওয়ার কোনো ঘটনা ঘটেনি। উল্লেখ্য, ১৯৮৬ সালের ভয়াবহ চেরনোবিল বিস্ফোরণের পর ইউরোপজুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেইন আক্রমণের প্রথমদিকে কেন্দ্রটি ও আশেপাশের এলাকা এক মাসের বেশি রাশিয়ার দখলে ছিল।





