মেট্রো রেলের ছাদে দুই ব্যক্তি, চলাচল বন্ধ
রাজধানীতে মেট্রো রেলের চলাচল সায়মিকভাবে বন্ধ হয়ে গেছে। রোববার রাত পৌনে ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্যানজিট কম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদের ওপর দুজন ব্যক্তি উঠে পড়ায় মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ আছে।
মেট্রো রেল যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এমআরটি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সাড়ে ৮টার দিকে জানানো হয়, এক শিশুকে ছাদে দেখা গেছে। তাকে ছাদ থেকে নামিয়ে আনার চেষ্টা চলছে।
মেট্রো ট্রেনগুলো বিদ্যুৎচালিত। এগুলো যে তার ছুঁয়ে চলে, সেগুলো দিয়ে কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হয়।
রাতে ইশরাত জাহান নামে একজন যাত্রী বলেন, রাত সোয়া ৮টার পর ফার্মগেট আর বিজয় সরণির মাঝামাঝি লাইনের ওপর হঠাৎ ট্রেন থেমে যায়। যাত্রীদের আতঙ্কিত না হতে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে।





