ডলারের সংকট নেই, রমজানে পণ্যের ঘাটতি নয়: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
ব্যাংকিং খাতে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি আরও জানিয়েছেন, আসন্ন রমজানে পণ্য সংকটের কোনো শঙ্কা দেখা যাচ্ছে না।
শনিবার (২৯ ডিসেম্বর) ঢাকায় চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, “আমরা মনে করি যে, আমাদের এক্সটার্নাল সেক্টরটা স্টেবিলাইজড হয়েছে, সেখানে কোনো ভালনারেবিলিটি নাই। আমরা যত ইচ্ছা আমদানি করতে পারবো। যদি কেউ বলেন যে আমদানি করতে পারছেন না, সেটা আপনার সমস্যা। আমাদের কোনো সমস্যা নাই। ব্যাংকিং খাতে ডলারের কোনো অভাব নেই, যেকোনো পরিমাণ ডলার আপনারা কিনতে পারবেন, যদি আপনি বাংলাদেশি টাকা নিয়ে আসেন। টাকা নিয়ে আসার দায়িত্ব আপনার, আমরা কোনো মার্জিন রিকোয়ারমেন্টও দিচ্ছি না। বাংলাদেশ ব্যাংক থেকে সব মার্জিন রিকোয়ারমেন্ট তুলে ফেলা হয়েছে এবং বলা হয়েছে, আপনারা যে যেভাবে পারেন আপনারা ক্লায়েন্ট অ্যান্ড ব্যাংক রিলেশনশিপের ভিত্তিতে আপনাদের বিজনেস করবেন। এদিক থেকে আমরা একটা স্বস্তির জায়গায় আছি।”
মনসুর আরও বলেন, “আমাদের এক্সচেঞ্জ আমি যেদিন গভর্নর হিসেবে জয়েন করলাম সেদিন ছিল ১২০ টাকা ডলারের, এখন আছে ১২২ টাকা ৫০ পয়সা। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে, একটু বেশি স্টেবল হয়ে যাচ্ছে জিনিসটা। ওভার স্টেবিলাইজেশন খুব ভালো নয়। যদিও আমি বলবো যে, আমরা ফুললি মার্কেট বেসড। কোনো ইন্টারভেনশন হচ্ছে না এবং হবেও না আশা করি।”
তিনি রমজানের বাজার নিয়েও আশ্বাস দেন, “এই বছরের রমজানে আমি এখনই বলতে পারি, আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। রমজানের যেসব পণ্য আমদানি হয়, ইতোমধ্যে এলসি চালু হয়ে গেছে এবং গতবারের তুলনায় বিভিন্ন পণ্যের ক্ষেত্রে ২০ শতাংশ, কোনো কোনো ক্ষেত্রে ৫০ শতাংশ বেশি। আমদানি বাড়লেও ডলারের ওপর চাপ পড়ছে না।”





