ঢাকায় জালের কনসার্ট স্থগিত
ঢাকায় নির্ধারিত বিদেশি কনসার্টগুলোর মধ্যে পাকিস্তানি ব্যান্ড জালের আয়োজনও স্থগিত হয়ে গেল। আগামী ২৮ নভেম্বর রাজধানীর ৩০০ ফিটের স্বদেশ অ্যারেনায় ‘সাউন্ড অফ সোল’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই মঞ্চে দেশের ব্যান্ড ওয়ারফেজ এবং লেভেল ফাইভেরও পারফর্ম করার কথা ছিল।
তবে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় আয়োজক প্রতিষ্ঠান স্টেইজ কো কনসার্টটি স্থগিত করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন তারিখ শিগগিরই জানানো হবে।
এর আগেও ১৪ নভেম্বর পাকিস্তানি সংগীতশিল্পী আলী আজমতের ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্ট একইভাবে স্থগিত হয়ে যায়। এতে অংশ নেওয়ার জন্য নগর বাউল জেমসসহ অন্যান্য শিল্পীরাও প্রস্তুতি নিয়েছিলেন। প্রথমে স্থগিতের খবর এলেও পরে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটি বাতিলই করা হয়েছে।
এছাড়া ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈনের কনসার্টও হওয়া কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন কনসার্টটি স্থগিতের ঘোষণা দেয়। আগামী ১২ ডিসেম্বর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। এক ফেসবুক পোস্টে স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।
এদিকে ঢাকায় আরও কয়েকটি বিদেশি কনসার্ট এ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেগুলোর সময়সূচি নিয়েও সংশয় তৈরি হয়েছে।
আগামী ৫ ডিসেম্বর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামে পাকিস্তানের কাভিশ ব্যান্ড পারফর্ম করবে। একই মঞ্চে দেশীয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’-ও উপস্থিত থাকবে। এই আয়োজন করছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন।
১২ ডিসেম্বর মেইন স্টেজে পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের পারফরম্যান্স এবং ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও আতিফ আসলামের কনসার্টটি বাতিল হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল, আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে—নির্ধারিত সময়েই অনুষ্ঠানটি হবে।
বিদেশি শিল্পীদের শো ঘিরে স্থগিতাদেশ এবং অনিশ্চয়তার মাঝেও আয়োজকরা অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে। তবে শোবিজ মহল ও নেটিজেনদের মধ্যে এসব আয়োজনের বাস্তবতা এবং সম্ভাবনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।





