এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা: পরিবেশ উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ৭:০৭:৪৫,অপরাহ্ন ২১ নভেম্বর ২০২৫ | সংবাদটি ১৫ বার পঠিত
গত পাঁচ বছরে যতবার ভূমিকম্প হয়েছে এত শক্তিশালীভাবে ভূমিকম্প আমরা এর আগে অনুভব করিনি, বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এছাড়া এটি বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তা বলেও মনে করেন পরিবেশ উপদেষ্টা।
প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন ভবনে বিল্ডিং কোড মানা হলেও যে ভবনগুলো আগে তৈরি করা সেগুলোর বেশিরভাগই কোনো নিয়ম না মেনে গড়ে তোলা হয়েছে। রাজউকের পরিসংখ্যানে ৯০ শতাংশ ভবন বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটিয়েছে বলে যে তথ্য দেয় সেগুলো নিয়ে কাজ করা প্রয়োজন।
উপদেষ্টা বলেন, সড়ক বা ভবন তৈরি করতে গিয়ে পরিবেশের যেন ক্ষতি না হয়। জলাশয় এবং পাহাড়ে আর হাত না দেওয়ারও আহ্বান জানান তিনি।





